রাজধানীর শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ জ’রিমা’না
নীতি নির্দেশনা অমান্য করে করোনা নে;গেটি;ভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় মালদ্বীপিয়ান এয়ারলাইন্সকে ২ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে সংস্থাটিকে জ;রিমা;না করেন হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত।






বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় (১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৩৭টি ফ্লাইটে পাঁচ হাজার ৭৩৬ জন যাত্রী অ;বত;রণ করেন।
এ ৩৭টি ফ্লাইটের মধ্যে মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২ ফ্লাইটে যাত্রী আসেন ২শ জন। তাদের মধ্যে ৮২ জনের করোনা নে;গেটি;ভ সনদ থাকলেও বাকি ১১৮ জনের তা ছিল না।






তাদেরকে উত্তরা দিয়াবাড়ির কো;য়ারে;ন্টা;ইন সেন্টারে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়। এ কারণে এয়ারলাইন্সটিকে যাত্রীপ্রতি ২ হাজার টাকা করে জরিমানা করে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত।