নারীর জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন: রাফিয়াথ রশীদ মিথিলা
মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধার পর দারুণ সমালোচনার মুখে পড়েন তিনি।
পরবর্তীতে তার পোশাক নিয়ে একাধিকবার নেটিজেনদের তো’পের মুখে পড়েছেন। কিন্তু এসব বিষয়ে মাথা ঘা’মাননি এই অভিনেত্রী। মিথিলার মতো শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী অনলাইনে হে’ন’স্তার শি’কার হচ্ছেন। এ তালিকা মোটেও ছোট নয়। মিথিলা অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও দীর্ঘ দিন ধরে কাজ করছেন।
এবার অনলাইনে নারীদের হে’ন’স্তার বি’রু’দ্ধে মুখ খুললেন তিনি। শুক্রবার (১১ ডিসেম্বর) এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে কথা বলেন।
শুরুতে মিথিলা বলেন—প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত জীবন থাকে। সেই ব্যক্তিগত জীবনে তার ভালো লাগা, খারাপ লাগা বা তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে।
এ সিদ্ধান্তুগুলো কেবল তার জীবনকেই প্রভাবিত করে, আপনার জীবনকে না। কিন্তু আমরা অনেকেই আছি অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচন্ড উৎসাহী। সোশ্যাল মিডিয়ায় অন্যের বক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কু’রুচিপূ’র্ণ কথা বলতেও দ্বি’ধা করি না।
সোশ্যাল মিডিয়ায় নারীরা প্রতিনিয়ত হে’ন’স্তার শি’কার হচ্ছেন। নারীকে উ’ত্যাক্ত না করার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন—সোশ্যাল মিডিয়ায় নারীকে উ’ত্যক্ত করা,
নারীর বিষয়ে কু’রুচি’পূর্ণ ম’ন্তব্য করা, এসব বিষয় থেকে আমাদের বির’ত থাকতে হবে। সর্বশেষ ক’ড়া ভাষায় মিথিলা বলেন—মেয়েদের জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন। মাকে নিয়ে উক্তি