তুরস্ক ভ্রমণে কোন ভিসা লাগবে না যে দেশের
তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না উভয় দেশের নাগরকিদের। আঙ্কারা ও বাকুর মধ্যে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এ সুবিধা পাচ্ছে দেশ দুটির নাগরিকরা। শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বৃহস্পতিবার তুরস্ক ও আজারবাইজানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দুটির নাগরিকরা ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের (তুরস্ক ও আজারবাইজান) নাগরিকরা ভ্রমণে তাদের পরিচয়পত্র ব্যবহার করলেই চলবে। প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সং;ঘ;র্ষ শুরু হয়।
এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। ১৯৯০ এর দশকে বি;রোধপূ;র্ণ অঞ্চলটিতে যু;দ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নি;হ;ত হয়েছে।
১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এতে যুদ্ধ ছাড়াই কয়েকটি অঞ্চলের দখল পর আজারবাইজান। এদিকে আর্মেনিয়ার সঙ্গে চলা যু;দ্ধে আজারবাইজানকে সমর্থন দিয়েছে তুরস্ক। ফলে আজারবাইজানের বি;জয়;কে তুরস্ক নিজের বিজয় বলেই মনে করে। শিক্ষামূলক উক্তি