কাতারের ওপর অবশেষে সৌদির নি’ষেধা’জ্ঞা প্র’ত্যাহা’র হচ্ছে

উপসাগরীয় দেশ কাতারের ওপর অবশেষে সৌদি আরবের আরোপিত নি’ষেধা’জ্ঞা আগামী ৫ জানুয়ারির আগেই প্র’ত্যাহা’র হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত নি’ষেধা’জ্ঞাকে বরাবরই অ’গ্রহণযো’গ্য এবং ভি’ত্তিহী’ন বলে আসছিল কাতার। কিন্তু স’ন্ত্রাসবা’দে মদদ এবং অর্থায়নের অ’ভিযো’গে অবরোধ প্রত্যাহারে অ’স্বীকৃ’তি ছিল সৌদির। তবে এবার সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দোহা’র ওপর থেকে নি;ষেধা;জ্ঞা প্র;ত্যাহা;র করছে রিয়াদ।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি আগেই প্র;ত্যাহা;র হচ্ছে সৌদি অ;বরো;ধ। আর এমন খবরে স্ব;স্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

তারা বলেন, এই সমস্যা সমাধান হয়ে গেলে কাতারের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভালো হবে। এবং আমরা ব্যবসায় আরও বেশি লাভবান হতে পারবো।

স;ন্ত্রাসবা;দে সমর্থনের অ;ভিযো;গ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূ;টনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------