আরব আমিরাত থেকে আসা চট্টগ্রামের ফ্লাইট সিলেটে নামাতে বা’ধ্য হলেন পাইলট

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করতে বাধ্য হন পাইলট।

শনিবার সকাল ৮টার দিকে বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিল।জানা গেছে, কুয়াশার কারণে অপেক্ষমান যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। সিলেটে অবতরণের খবরে পরে তাদের মধ্যে স্বস্তি নেমে আসে।

কুয়াশা কেটে যাওয়ার পর বেলা সোয়া ১১টায় দুবাইয়ের ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে। এখানেই কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন হয় যাত্রীদের।

এদিকে ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে জাহাজ আনা-নেয়ায় বিঘ্ন ঘটেছে।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------