সুন্নত পালনে যদি আমার জে’ল বা ফাঁ’সি হয় হোক : সিদ্দিকুর রহমান

জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের বি;রু;দ্ধে অ’নু’মতি ছাড়া ছেলে আরশ রহমানের খ;তনা করায় গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। গতকাল শনিবার রাতে তিনি গু;লশান থানায় সাধারণ ডায়েরি করেন, জিডি নম্বর ৮১৮।

এই জিডির বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতা সিদ্দিক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাবা হিসেবে ছেলের সু;ন্ন;তে খ;তনা করানো আমার দায়িত্ব।

খ;তনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত পালনের জন্য যদি আমার জে;ল বা ফাঁ;স হয় হোক। কোন আ;পত্তি থাকবে না।

এর আগে খতনার বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে

দাও, একটা বিয়ের প্রো;গ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সা;উন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে।

আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খ;তনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারব না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খ;তনা করায়ে দিল! এটা তো একটা ক্রা;ই;ম বলেও লেখেন তিনি।

ফেসবুক হ্যান্ডেলে মারিয়া মিম আরও লিখেছেন, ‘যেখানে কোর্ট অর্ডার বাচ্চা ম;র্নিংয়ে যাবে এবং ই;ভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উ;ইদাউ;ট মাই পা;রমি;শন?’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বং;শো;দ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩

সালের ২৫ জুন তারা পুত্র সন্তানের বাবা-মা হন। ২০১৯ সালের অ’ক্টো;বরে তাদের বি;চ্ছেদ হয়। এরপর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আ;দা;লতে;র নিয়মেই থাকছিল।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------