যে ক’ঠিন রো’গে মা’রা গেলেন অভিনেতা আবদুল কাদের

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের মা;রা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ;ত্যু হয়। আবদুল কাদেরের ছেলের বউ জাহিদা ইসলাম জেমি এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যা;ন্সার আ;ক্রান্ত এই অভিনেতা ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে গত রোববার দেশে ফেরেন।

জাহিদা ইসলাম জেমি জানান, প্যানক্রিয়াসের ক্যা;নসা;রে ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ ডিসেম্বর চেন্নাইতে নেয়া হয়। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা

জানিয়েছিলেন, তার অবস্থা সংকটাপন্ন, ক্যা;নসা;র সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দু;র্বলতা;র কারণে তাকে কে;মোথে;রাপি দেয়া হয়নি।

নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র- এ তিন মাধ্যমেই সমানভাবে জনপ্রিয় আবদুল কাদের। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন তিনি। ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা

পান। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে প্রশংসিত হয়েছেন। ‘রং নাম্বার’সহ বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------