সোনু সুদের নামে চালু অ্যাম্বুলেন্স, বিনামূল্যে মিলবে পরিষেবা
সোনু সুদ, লকডাউন পরিস্থিতিতে কঠিন সময়ে যাকে ‘গরিবের মসিহা বলে সবাই মেনে নিয়ে;ছে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক বা বিনামূল্যে কারো চিকিৎসা বা অপারেশনের ব্যবস্থা করা হোক, সবে;তেই দেখা মেলে এই অভিনেতার।
তিনি মানুষের উপকার করতে পেরে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তাঁকে মানুষের কাজে লাগার সামর্থ্য যে ঈশ্বর দিয়েছেন, তার জন্য তিনি ধ;ন্যবাদ জানান ঈশ্ব;রকে। মানুষ এহেন সোনু সুদকে মসিহার আসনে বসাবে না তো কাকে বসাবে?
এই সোনু সুদকে দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেক মানুষ এবং তাঁরাও মানুষের উ;পকার করার কাজে ব্র;তী হয়েছেন। তেমনই একজন হায়দ্রাবা;দের শিবা।






নিজে সাঁতারু হওয়ার সুবাদে অনেক জলে ডুবে আ;;ত্যা;; করতে যাওয়া মানুষকে মৃ;ত্যুর মুখ থেকে বাঁচিয়েছে শিবা। হুসেন সাগর ঝি;;লে ঝাঁ;প দিয়ে আ;;ত্ম;হ;;ত্যা; করতে চয় বহু মা;নুষ এবং শিবা তাদেরকে বাঁচিয়ে;ছেন।
তাঁর এই উদ্যোগ দেখে অনেকে;ই শিবাকে অ;নদান দিতে থাকেন এবং সেই অনুদানে;র মা;ধ্যমে মানুষের প্রা;;ণ বাঁ;;চা;নোর জন্য একটি অ্যা;ম্বুলে;ন্স প;রিষে;বা চালু ক;রেন তিনি। তার নামও দেন ম;সি;হার নামে, সোনু সুদ অ্যা;ম্বুলে;ন্স প;রিষেবা।






সোনু নিজে জানান, এই পরিষেবা; উদ্বোধন ক;রতে ;পেরে তিনি তাঁর কাছে কৃতজ্ঞ। শিবার মত মানুষ এই সমাজের গর্ব, তাঁ;র মত মানুষ স;মা;জে আরো বেশি করে দরকার মানুষে;র উপকার করার জন্য। প্র;সঙ্গ;ত উ;ল্লেখ্য, তেলে;ঙ্গানার সিদ্দিপেট জেলার ডাব্বা; টান্ডা গ্রামে সোনুর মন্দির তৈরি হয়ে;ছে। সেই ম;;ন্দি;রে তাঁর একটি মূ;;র্তি রয়ে;ছে।
গ্রা;মবাসী;রা তাকে রীতিমত দেবতার আসনে বসিয়েছেন এবং পুজো করেন নিয়মিত। যদিও ওই খবর শুনে সোনু বল;ছেন,






“আমি এত সম্মা;নের যো;;গ্য সত্যি কিনা জানি না, তবে আমি আপ্লুত সবারই ভালোবাসায়।” মূর্তি তৈরি করেছেন যিনি, সে;ই শিল্পী মধুসূদন পাল সোনু সুদের একটি ছোট মূর্তিও তৈ;রি করেছেন, তাঁকে উপহার; দেবেন বলে।