ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন বর, নববধূকে নিয়ে আসলেন পালকিতে

বিয়ের দিনটি স্ম’রনীয় করে রাখতে ঘোড়ায় চ’ড়ে বিয়ে করতে যাওয়ার ইচ্ছে ছিল আশরাফুল আনোয়ার রোজেনের। আরও ইচ্ছে ছিল বউ নিয়ে ফিরবেন পাল’কিতে করে। সে ইচ্ছা পূরণ হয়েছে রোজেনের।

লাল সেরোয়ানি পরে ঘোড়ায় চড়ে কনের বাড়িতে গিয়ে নববধূকে নিয়ে ফি’রেছেন পা’লকিতে করে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডি পাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামে এভাবে বিয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলার চণ্ডি পাশা ইউনিয়নের কোদালিয়া মাস্টার বাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে আশরাফুল আনোয়ার রোজেন। তিনি যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবা’ধিকার সংস্থায় কাজ করেন।

শুক্রবার পারিবারিকভাবে একই ইউনিয়নের ঘাগড়া গ্রামে বিয়ে করেন তিনি। উভয় পরিবার রোজেনের শখ পূরণে এবং বি’লু’প্তপ্রায় গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করেন।

কনে ঘা’গড়া গ্রামের ড. ফরিদ আহম্মদ সৌবহানীর কন্যা নাবিলা সৌবহানী। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ঘোড়ায় চড়া বর দেখতে ও বিভিন্ন জাতের ফুল দিয়ে সাজানো গ্রামীণ পালকিতে বউ দেখতে শতশত উৎ’সুক নারী-পুরুষ ও শিশু বিয়ে বাড়িতে ভিড় জমান।

শুধু তাই নয়, ঘোড়া-পালকির বিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরা’ল।এমন আয়োজন করতে পেরে মহাখুশি বর আশরাফুল আনোয়ার রোজেন। তিনি বলেন, শখ থেকেই এমন আয়োজন।

বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতেই ঘোড়া-পালকিতে বিয়ে। শখের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই ব্যতিক্রমী এ আয়োজন। দাম্প’ত্য জীবনে যেন সুখের হয় সেজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------