মৌসুমীর মধুর সুরে জমজমাট রাতের আড্ডা

আড্ডায় গতকাল মেতে উঠেছিলেন নন্দিত অভিনেত্রী মৌসুমী, ওমর সানি, রিয়াজ, মাহিয়া মাহি ও সিয়াম।….

গল্প কিংবা আড্ডা দেয়া কম বেশি সবারই পছন্দ। সেই আড্ডা হতে পারে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে। একইভাবে চলচ্চিত্রে অভিনয় কিংবা কাজের ফাঁকে সুযোগ পেলেই তারকারা গল্প আর আড্ডায় মেতে ওঠেন। তেমনই এক আড্ডায়

গতকাল মেতে উঠেছিলেন নন্দিত অভিনেত্রী মৌসুমী, ওমর সানি, রিয়াজ, মাহিয়া মাহি ও সিয়াম। আড্ডা-গল্পের ফাঁকে মৌসুমীকে গান গাইতেও দেখা গেছে।

মৌসুমী উপস্থিত সবার আবদার রাখতে গান গাইতে রাজি হন। এ সময় সুর মেলান ওমর সানি। রিয়াজ, সিয়ামকেও মৌসুমীর সঙ্গে গানে সুর মেলাতে দেখা যায়। আনন্দঘন এই আড্ডার অংশবিশেষ মোবাইলে ধারণ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি ফেসবুক পেজে সেই দৃশ্য আপলোড করেন।

সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ম্যারাথন আয়োজন অনুষ্ঠানে অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত এই তারকারা। অনুষ্ঠান শেষে রাতে শুরু হয় জমজমাট আড্ডা। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মাহিয়া মাহি।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------