সৌদি আরবে পবিত্র কাবা শরিফের উপরে দেখা যাবে চাঁদ

আল্লাহ্‌ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্‌। তিনিই আমাদের একমাত্র ভরসা। বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা আছে।

কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। বান্দা-বান্দি আল্লাহকে যে কোন নামে ঢাকলেই তিনি সাড়া দেন। আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ।

নতুন খবর হচ্ছে, মু’সলমানদের কাছে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ। এই আল্লাহর ঘরের দিকেই নামাজ আদায় করে মু’সলিম সম্প্রদায়।

সৌদি গেজেটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ম’ক্কায় অবস্থিত কাবা শরিফের উপরে দেখা যাবে চাঁদ। ওই দিন চন্দ্র মাসের চৌদ্দতম দিন থাকবে বলে জানা গেছে।

অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজও বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------