কুয়েত সরকারের আকামা নবায়নে নতুন নিয়ম
কুয়েতে বসবাসরত অভিবাসীদের মধ্যে প্রায় এক লাখের বয়সই ৬০ বছরের ওপরে। যাদের অধিকাংশরই আবার শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে।
এ অবস্থায়, বয়স্ক অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।






৬০ থেকে ৬৫ বছর বয়সী অভিবাসীর ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। আর ৬৫ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে ডিগ্রি পাসের সনদ। তবে, নতুন নিয়মে ৭০ বছরের বেশি বয়সী অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ আর থাকছে না।
কুয়েতের অভিবাসন বিভাগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বর্তমানে সাড়ে তিন লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। যাদের অধিকাংশই বয়সে তরুণ।





