পাবলিক টয়লেটে বাস করা সেই পরিবার পেল মুজিববর্ষের ঘর
ফরিদপুরের বো’য়ালমা’রীর গণশৌ’চাগারে বাস করা সেই শা’হাদাত-না’র্গিস দ’ম্পতি অবশেষে ঘর পেল। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বি’ষয়টি কর্তৃপরে নজরে আসে। এরপর সোমবার (২৫ জানুয়ারী) সকাল ১১
টায় বোয়ালমারী উপজে’লা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গণশৌ’চাগারে বাস করা শা’হাদাত দ’ম্পতির সাথে দেখা করে তাঁদের মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘ঘর’ দেয়ার প্রতিশ্রুতি দেন।
এছাড়া কথোপকথনের সময় উপজে’লা নির্বাহী কর্মকর্তা ঝো’টন চন্দ জানতে পারেন অন্যের নিকট থেকে শা’হাদাতের ২০ হাজার টাকার ঋ’ণ নেওয়া আছে। তিনি ঋ’ণের ওই টাকাও পরিশোধের ব্যবস্থা করবেন বলে জানান। উপজে’লা






নির্বাহী ক’র্মকর্তা ঝো’টন চন্দ গণমাধ্যমকে বলেন, আমরা সম্প্রতি তাদের (শা’হাদাত দম্পতি) স’ম্পর্কে জেনেছি।
তাদের ঘরের ব্যবস্থা করে দিয়েছি। মুজিববর্ষ উপলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ’গ্রাধিকারমূলক প্র’কল্প ভূ’মিহী’ন ও গৃ’হহীন মানুষের জন্য নির্মিতব্য আ’শ্রয়ণ প্র’কল্পে তাদের একটি ঘরের ব্যবস্থা করে দেব। বো’য়ালমা’রী উপজে’লার
সদর ইউনিয়নের সৈয়দপুরে এই প্রকল্প বাস্তবায়নাধীন। এ সময় শা’হাদাত তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘হাসিনা অনেক বছর বাঁ’চুক। তাঁর জন্যি ঘর পাইছি।’ ইউএনও স্যার ঘরের ব্যবস্থা করেছে।’






উল্লেখ্য, শা’হাদাতের পৈ’তৃক বাড়ি মা’গুরা জে’লার মোহাম্ম’দপুর উপজে’লায় ছিল। জন্মের সময় মাকে এবং ৬ বছর
বয়সে বাবাকে হা’রান। পৈতৃক স’ম্পত্তি ছিল না, তাই দা’রিদ্র্যতার ক’ষাঘা’তে এবং জী’বিকার তা’গিদে ফরিদপুরের বো’য়ালমা’রীতে আসেন। এরপর কাগজ কু’ড়িয়ে জীবন চালান। পরবর্তীতে বো’য়ালমা’রী পৌরসভার মেয়র মোজাফফর
হোসেন বাবলু মিয়া মাস্টার রোলে দৈনিক ১৬০ টাকা বেতনে বাজার ঝা’ড়ুদারের চাকরি দেন এবং বো’য়ালমা’রী হে’লিপোর্টে স’রকারি জায়গায় থাকার ব্যবস্থা করেন। এক পর্যায়ে ঠাঁ’ই মেলে বো’য়ালমা’রীর টি’নপ’ট্টিতে অবস্থিত এক গ’ণশৌ’চাগারে।





