কাতারে কমেছে স্বর্ণের দর, দেখে নিন টাকা ও স্বর্ণের সর্বশেষ দাম কত
টাকার রেট (২৭ জানুয়ারী ২০২১)
১ কাতারি রিয়াল = ২৩.২৫ টাকা
মানিগ্রাম
১ কাতারি রিয়াল = ২৩.২৫
উপসাগরীয় দেশ কাতারে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সোনার প্রতি গ্রামের দাম হালকা কমেছে। এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ফলে এই খবরে কিছুটা স্বস্তির আভাস মিলতে পারে প্রবাসীদের।






আজ ২৭ জানুয়ারি বুধবার কাতারের কয়েকটি জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে সোনার যে সর্বশেষ রেট জানা গেছে, তা পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে-
২৪ ক্যারেট প্রতি গ্রাম ২২৯ রিয়াল।
২২ ক্যারেট প্রতি গ্রাম ২১৪ রিয়াল।
২১ ক্যারেট প্রতি গ্রাম ২০১ রিয়াল।
১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৭৫ রিয়াল।
মনে রাখা ভালো, ১১.৬৬ গ্রামে এক ভরি হয়ে থাকে।






তবে আলফারদান থেকে যদি সোনার বার কেনার আগ্রহ থাকে, সেক্ষেত্রে ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামের দাম পড়বে ২৬২ রিয়াল।
তবে স্বর্ণের অলংকার কেনার সময় উপরে উল্লেখিত এই প্রতি গ্রামের মূল্যের সঙ্গে মেকিং চার্জ বা বানানোর খরচ যোগ হয়ে থাকে যা
ডিজাইনের উপর নির্ভর করে।





