বাবারে টাকা লাগবে না, দেশে ফিরে আয়: সৌদি প্রবাসীর মায়ের কান্না

সৌদি আরবের তায়েফ শহরে বি’দ্যুতের শ’র্ট সা’র্কিটে মতলব পৌরসভা ও নায়েরগাঁও এলাকার মামা-ভাগিনাসহ ৩ জনের মৃ”ত্যু হয়েছে। বর্তমানে তাদের ম’রদে’হ দেশটির হসপাতালে রয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাতে দু’র্ঘট’না’টি ঘটে।

মৃ;ত;রা হলেন, উপজেলার নায়েরগাঁও এলাকার আজগর প্রধানের ছেলে লিটন (৩৫), তার ভাগিনা পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ীর খোকন প্রধানিয়ার ছেলে মেহেদি হাসান (২২) ও নায়েরগাঁও এলাকার সফিক মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (২৩)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় মৃ;ত মেহেদির চাচাত ভাই মাসুদ মৃ”ত্যু’র বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃ;ত লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে আজকে আমাদের মৃ”ত্যু’র সংবাদ জানায়।

ঘটনাস্থলে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের মধ্যে কেউই এখন পর্যন্ত স্প’ষ্ট করে বলতে পারছে না কিভাবে ‘মা”রা গেছে। কেউ বলছে বি’দ্যুৎস্পৃ”ষ্টে, কেউ বলছে গ্যা’স সি”লি”ন্ডা’র বি”স্ফো’র’ণে।

মাসুদ আরও বলেন, মৃ;তে;র পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। মৃ”ত্যু’র সংবাদ পেয়ে বাড়িতে শো;;কের মা’ত’ম চলছে। তাদের ম’রদে’হ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে।

ছেলের মৃ”ত্যু’র সংবাদ শুনে মৃ’ত মেহেদি হাসান আকাশের মা শাহিনুর আক্তার কান্না করছেন আর বলছেন, বাবারে টাকা লাগবে না, তুই দেশে ফিরে আয়। আমি তোর মুখটা দেখতে চাই’।

রোববার দু”র্ঘট’না’র দিন ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয় শাহিনুর আক্তারের। আগামী সপ্তাহে আকাশ টাকা পাঠানোর কথা বলেন মাকে। রমজান মাসে দেশে আসবেন, কার জন্য কি লাগবে মায়ের কাছে জানতে চেয়েছিলেন আকাশ। রমজানের আগেই বাড়ি ফিরবেন আকাশ, তবে ক’ফি’নে ব”ন্দি’ হয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সৌদি আরবে ‘মা”রা যাওয়া তিনজনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় জনপ্রতিনিধি কেউ জানাতে পারেনি। তাদের স”ঙ্গে যোগাযোগ করে ম’রদে’হ দেশে আনতে সহযোগিতা করবো।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------