আল্লাহতায়ালা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করুকঃ রিয়াজ

সবার মনে প্রশ্ন উঠতেই পারে যে চলচ্চিত্র বা টিভি তারকারা কি তাহলে রাজনীতির জগতে আসতে পারবেন না? উত্তর যাই হোক নির্বাচনে প্রচারণায় অনেক তারকাকেই দেখা যায়।

নতুন খবর হচ্ছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় নামছেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র শিল্পীরা।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে দাবি করেছেন রিয়াজ। এ বিষয়ে দীর্ঘ এক স্ট্যাটাসও দিয়েছেন তিনি ২৬ জানুয়ারি দিবাগত রাতে।

তিনি আরও লেখেন, ‘আপনাদের এই ধরণের কাজে আমি আসলেই হতবাক। আমার কিছুই বলার নেই। কিন্তু এই সুযোগটিকে কাজে লাগায় একটি বিশেষ মহল। তারা আমার নিউজটিকে নিয়ে শুরু করে অশালীন এবং অসভ্য ভাষার আক্রমণ। একটি সংঘবদ্ধ চক্র এটিকে ভাইরালও করে।

আমি অনুরোধ করছি যে এসব গুজববাজদের কথায় কান দেবেন না। এরা দেশের শত্রু, এরা আপনার শত্রু। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেক, মহান আল্লাহতায়ালা আমাদের প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করুক এসব

গুজববাজদের হাত থেকে। আর উন্নয়নের মহাসড়কে দেশ এভাবেই এগিয়ে যাক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!’

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------