পবিত্র কাবা শরিফের ওপর চাঁদ দেখা যাবে কাল
আল্লাহ্ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্। তিনিই আমাদের একমাত্র ভরসা। বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। বান্দা-বান্দি
আল্লাহকে যে কোন নামে ঢাকলেই তিনি সাড়া দেন। আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ।






বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন ও কিবলা পবিত্র কাবা শরিফ। প্রত্যেক মুসলমানের জীবনে সুপ্ত বাসনা থাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর (কাবা) জিয়ারাতের।
কারণ এটি বাইতুল্লাহ বা আল্লাহ-তায়ালার ঘর। এ ঘরের দিকে মুখ করে সারা বিশ্বের সকল মুসলমান নামাজ আদায় করে
থাকেন। হজ ও উমরাহ আদায়ের সময় হাজিরা এ ঘরকেই বারবার তাওয়াফ (প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে থাকেন।






আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই কাবা শরিফের ঠিক ওপরে দেখা যাবে সবচেয়ে সুন্দরের প্রতীক চাঁদ। ওই দিন থাকবে চন্দ্র মাসের চৌদ্দতম দিন। চাঁদের আলোয় ঝলমল করবে কাবার প্রান্তরে