ক্ষমতা গ্রহণের আসল কারণ জানাল মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চি ও দেশটির প্রে’সিডেন্ট উইন মিন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে আ’টক করেছে দেশটির সে’নাবা’হিনী। আজ সোমবার ভোরে তাদের আ’টক

করা হয়। সে’নাবা’হিনী জানিয়েছে, গত বছর নির্বাচনে কারচুপির কারণে ক্ষমতা গ্রহণ করেছেন তারা। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়, সা’মরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে বলা হয়েছে, স’শস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। ফলে আবার সা’মরিক শাসনের

দিকে যাত্রা শুরু করল দেশটি। গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসা’মরিক স’রকার ও প্রভাবশালী সা’মরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্ব’ন্দ্ব ও উ’ত্তেজনার পর এসব ঘটনা ঘটল। সুত্রঃ আমাদের সময়

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------