ওমরাহ পালনকারীদের মাঝে ৮০ লাখ লিটার জমজম পানি বিতরণ

করোনা মহামারির সময়ে ওমরাহ পালনকারী ও মসজিদুল হারামের দর্শনার্থীদের মধ্যে ৮০ লাখ লিটারের বেশি জমজমের পানি বিতরণ করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মক্কা ও মদিনার দুই মসজিদ জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

বিবৃতিতে পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানায়, ওমরাহযাত্রী ও মসজিদুল হারামের দর্শনার্থীদের মধ্যে ৮০ লাখ লিটারের বেশি জমজম পানি বিতরণ করা হয়েছে। এছাড়াও পঞ্চাশ লাখ বোতলে ১০ লাখ লিটার এবং ৭০ লাখ সিলিন্ডার পানি বিতরণ করা হয়েছে।

করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদুল হারামে আগত ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের মধ্যে জমজম পানি বিতরণ করা হয়।

ওয়ার্ড মিটারে প্রকাশিত তথ্য মতে সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৬৮ হাজার ৬৩৯ জন ক;;রোনায় আক্রান্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ১১০ জন। এবং করোনায় মা;;রা গেছেন ছয় হাজার ৩৮৩ জন।সূত্রঃ সৌদি গেজেট

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------