সৌদিতে সড়ক দু’র্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃ’ত্যু!
সৌদি আরবের জেদ্দা;য় স;ড়ক দু;র্ঘ;টনা;য় আবদুল হাই টুকু (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নি;হ;ত হয়ে;ছেন। বুধবার রাতে ;জেদ্দা শহরে কাজে যাওয়ার পথে নি;য়ন্ত্রণ হা;রিয়ে দুটি গা;ড়ির সং;ঘ;র্ষে তিনি মা;রা যান।






জানা গেছে, টুকুর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুর হাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মোবারক আলী সারেং বাড়ির মজিবুল হকের ছেলে। শুক্রবার নিহতের ভাগিনা আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবদুল হাই টুকু ৩ বছর আগে সৌদি আরবে আসেন। নি;হ;তে;র ম;র;দে;হ বর্তমানে জে;দ্দার স্থানীয় একটি হা;সপাতা;লের হি;ম;ঘ;রে রাখা হয়েছে।






এ বাংলাদেশির মৃ;ত্যু;তে পরিবারসহ বাংলাদেশি কমিউনিটিতে শো;কের ছা;য়া নে;মে এসেছে।