বন্ধু ওমর সানির জন্য এবার নির্বাচনে অংশ নেননি অমিত হাসান
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাবে’র এবারের নির্বাচনে সভাপতির পদে ল’ড়ছেন না অমিত হাসান। বিগত মেয়াদে তিনি এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।






এবার কেনো নির্বাচন করছেন না? এমন প্রশ্নের জবাবে অমিত হাসান বলেন, এবার আমার বন্ধু ওমর সানীর জন্য পদ ছেড়ে দিয়েছি। তিনিই এবার নির্বাচনে সভাপতি পদে ল’ড়ছেন। আমি তাকে সমর্থন করছি।
শনিবার বেলা দুইটা থেকে এফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের আগে অমিত হাসান বলেন, বিগত মেয়াদে






আমি সাধ্যমত ফিল্ম ক্লাবকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। ফিল্ম ক্লাবের অফিসে এলে এটা বুঝতে পারবেন। আমার বন্ধু এবার দায়িত্ব পেলে আরও উন্নয়ন হবে আশা করি। আমার বন্ধু সভাপদি পদে নির্বাচন করবে বলেই আমি নির্বাচন করিনি। আর কোন কারণ নেই।
এদিন, সকাল ১১টা থেকে সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ । এ নির্বাচনে






সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।