কুয়েতের সাথে ডাইরেক্ট ফ্লাইট নেই ৩০ দেশের
উপসাগরীয় দেশ কুয়েতের সাথে সরাসির ফ্লাইট নেই ৩০ টি দেশের।
মূল কারন মহামারি করোনার, এমন কি আরব দেশ গুলোতেও।
ফ্লাইট স্থগিত থাকা দেশে থেকে যদি কেউ কুয়েতে আসতে চায় তাহলে অন্য কোনো দেশে ১৪ দিন কোয়ারেইন্টাইন থাকার পর সেখান থেকে পিসিআর সনদ নিয়ে ট্রান্জিট হয়ে কুয়েত প্রবেশ করতে হবে।
কুয়েতে আগমনের পর আবারও বিমানবন্দরে করোনা টেষ্ট করা হবে এবং ১৪ দিন কোয়ারেইন্টানে থাকতে হবে।(বাধ্যতামূলক)**
তথ্যওসূত্র: আল কাবাসের টুইটার থেকে।
কুয়েতে ৩ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে করোনা নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ঐ সিদ্ধান্তের সম্পূর্ণ তালিকা-
> আগামী রবিবার থেকে দুই সপ্তাহের জন্য কুয়েতে প্রবাসীদের প্রবেশ নিষেধাজ্ঞা।
> রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত সকল বাণিজ্যিক কমপ্লেক্স কার্যক্রম বন্ধ থাকবে।
> তবে ফার্মেসি, জামিয়া এবং খাদ্যদ্রব্যাদির দোকান খোলা থাকবে।
> জিম সেন্টার, সেলুন,পার্লার -৭ ফ্রেব্রুয়ারি থেকে বন্ধ ঘোষণা।
> ক্লাব, হল,তাবু, ক্যাটারিং ভাড়া নেওয়া নিষিদ্ধ।
> জমায়েত হয়ে খেলাধুলা এবং বন্ধুত্বপূর্ন ম্যাচ নিষিদ্ধ।
> রেস্তোঁরা বা মাতাম বন্ধ থাকবে রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত।✅ (তবে অর্ডার বা তলব চলবে)
> Hala February/ জাতীয় ছুটির দিনেও জমায়েত হওয়া/ সমাবেশ করা নিষিদ্ধ।
বিঃ দ্রঃ কোন ধরনের লকডাউন/ কা;রফিউ ঘোষনা দেওয়া হয়নি। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।