কোরআনে হাফেজদের ভাড়া নেয় না এই গাড়ি!

কোরআনে হাফেজদের যাতায়তের জন্য গাড়ী ভাড়া ফ্রি’। বাসের সামনে টাঙ্গানো এমনই একটি পোস্টার। ঢাকা-ফোনী রুটের ওই বাসের নাম ‘নিউ যাত্রীসেবা’।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই বাসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যাপশনে লিখেন ‘Love and respect (ভালোবাসা ও শ্রদ্ধা)।

ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নম্বরের বাসটির ছবি দেখে ধারণা করা যাচ্ছে, বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত। এই বাসে হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয়া হয় না।

সাইফুদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুকে ছবিটি পোস্ট করার পর তা ভাইরাল হয়। সাত ঘন্টা আগে শেয়ার করা ছবিটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত লাইক পড়েছে প্রায় ৬৯ হাজার। আর পোস্টটি শেয়ার হয়েছে ৪৫১ বার। মন্তব্য পড়েছে প্রায় ১৫শ’।

আরও পড়ুন...

বাবাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে উক্তি

-----------------------------------------------------------Moral Media Bangladesh, Publisher: Md Masud Rana (Redwan Masud) Elephant Road, Kataban, Dhaka, Bangladesh ------------------------------------------------------