ওমানে বাংলাদেশি এক ব্যবসায়ীর ফ্যাক্টরিতে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। রোববার (০৭ এপ্রিল) রাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিমি দূরের বারকাহ শহরে অবস্থিত এই বালিশের ফ্যাক্টরিতে উন্নত মানের বালিশ, কম্ফোর্টার, ওমানি মজলিস তাকিয়া সহ বিভিন্ন ফার্নিচার আইটেম তৈরি করা হতো। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ জন শ্রমিক কাজ করতো।
এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এই ফ্যাক্টরিতে ইতিমধ্যেই তিনবার আগুন লেগেছে, ২০০৮ সালে এবং ২০১৪ সালে সবশেষে গতকাল আগুন লেগে ক্ষতিগ্রস্ত হন ফেনীর ব্যবসায়ী মুহাম্মাদ শহিদুল ইসলাম। বর্তমানে তার কোম্পানিতে কর্মরত ২৫ জন বাংলাদেশি শ্রমিক চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
আরও পড়ুন... বিখ্যাত প্রেমের কবিতা