প্রবাসী যুবকের ঈদ উপহার পেল ৬ শতাধিক মানুষ
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর সেই ঈদ কী একা একা উপভোগ করা যায়? তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার প্রায় ছয় শতাধিক লোকের মাঝে এক প্রবাসী শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছেন। ওই প্রবাসীর নাম আকাশ মিয়াঁ। তিনি মরিশাস প্রবাসী।
২৮ মার্চ শুক্রবার সকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণকালে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার পরিবারের সদস্য, আলফাডাঙ্গা থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার সন্তান। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক।
এদিকে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার দেওয়া ঈদুল ফিতরের উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে এসব এলাকার অনেকেই বলেন, ‘আকাশ মিয়া একজন জনবান্ধব ব্যক্তি এবং সমাজসেবক। তিনি সবসময় অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত।’
এ বিষয়ে আকাশ মিয়া জানান, ‘ঈদ মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদ যেন সবার জন্য আনন্দময় হয়। সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন, তাই ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমার এলাকার ছয় শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছি।’